উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সোমবার সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘ফল মেলা ২০২২। এ বছর স্বল্প পরিসরে উপজেলা কৃষি অধিদপ্তর কতৃক এ মেলার আয়োজন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,রিবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠকি সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল দুপুরে মেলা স্টল ঘরে দেখেন।
মেলায় আম,জাম.কাঠাল, জামরুল,ছবেদা, কলা, দেশী খেজুর, কলাসহ ৪০ রকমের মোসুমী ফল মেলায় প্রদর্শন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এবছর অতি সাধারণভাবে ফল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৪০ রকমের ফল প্রদর্শিত হয়েছে বলে জানা যায়।