রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

সিরাজদিখানে ইছামতি নদীর সরকারী সম্পত্তি দখলের অভিযোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান ইছামতি নদীর পাড়ের সরকারী সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে শিবলু সরদার নামে একজনের বিরুদ্ধে। গত ১৫ দিনের পূর্বে উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দপুর বাজার সংলগ্ন ইছামতি নদীর পাড়ের সরকারী জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠে রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর নগর গ্রামের লতিফ সরদারের ছেলে শিবলু সরদারের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন সৈয়দপুর বাজার পাশে ইছামতি নদীর পাড়ে পাকা ঘাটলা সংলগ্ন নদীরপাড়সহ নদীর ভিতরে গিয়ে প্রায় ২শতাংশ সরকারী সম্পত্তি দখল করে নেয় যুবলীগ নেতা শিবলু সরদার। এরপর সেখানে সিমেন্টের পাকা খুঁটি ঘেরে ও ড্রামকাট দিয়ে বেড়া নির্মান করে মাটি ফেলে ভরাট করে একটি টিনের ছাপড়া ঘর নির্মান করেন তিনি।

স্থানীয়রা জানান, শিবলু সরদার দলীয় ব্যানার ব্যবহার করে নদীর পাড়ের সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করেন। তিনি স্থানীয় যুবলীগ নেতা হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলে তাদের মামলা হামলার ভয় দেখান তিনি।
সরকারী জমি দখল করে ঘর নির্মাণের বিষয়ে শিবলু সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মুলত আমি এখানে ঘর উত্তোলন করি নাই। আমি সাবেক মেম্বার মান্নানের কাছ থেকে ঘরটি ভাড়া নিয়েছি। ঐ জায়গা মান্নান মেম্বারের লীজকৃত।

এই জমি সরকারী লীকৃত কিনা এই বিষয়ে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার লব্ধের সরকারী জমি আমিই ভোগ করবো। সরকারের যখন প্রয়োজন সরকার নিয়ে যাবে। আপনার সমস্যা হলে সরকারের কাছে অভিযোগ করেন।

রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হোসেন আলী খান বলেন, যুবলীগের ব্যানারে কিছু করার সুযোগ নাই। আমি শিবলু সরদারকে জিজ্ঞেস করেছিলাম। শিবলু আমাকে বলে সে নাকি পাশের জমির মালিক মান্নান মেম্বারের সাথে সম্বনয় করে ঘর তুলেছেন।

রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আমি শুনছি ঐ জায়গা মান্নানের। শিবলু ও মান্নান উভয়ে পরস্পর আত্মীয় স্বজন তারা সম্বনয় করে ঘর তুলেছে।
এব্যাপারে রাজানগর ইউনিয়ন সহকারী তহসিলদার রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আগামীকাল ঘটনাস্থলে গিয়ে দেখি। যদি সরকারী জমি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।