মুন্সীগঞ্জের সিরাজদিখান ইছামতি নদীর পাড়ের সরকারী সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে শিবলু সরদার নামে একজনের বিরুদ্ধে। গত ১৫ দিনের পূর্বে উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দপুর বাজার সংলগ্ন ইছামতি নদীর পাড়ের সরকারী জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠে রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর নগর গ্রামের লতিফ সরদারের ছেলে শিবলু সরদারের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন সৈয়দপুর বাজার পাশে ইছামতি নদীর পাড়ে পাকা ঘাটলা সংলগ্ন নদীরপাড়সহ নদীর ভিতরে গিয়ে প্রায় ২শতাংশ সরকারী সম্পত্তি দখল করে নেয় যুবলীগ নেতা শিবলু সরদার। এরপর সেখানে সিমেন্টের পাকা খুঁটি ঘেরে ও ড্রামকাট দিয়ে বেড়া নির্মান করে মাটি ফেলে ভরাট করে একটি টিনের ছাপড়া ঘর নির্মান করেন তিনি।
স্থানীয়রা জানান, শিবলু সরদার দলীয় ব্যানার ব্যবহার করে নদীর পাড়ের সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করেন। তিনি স্থানীয় যুবলীগ নেতা হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলে তাদের মামলা হামলার ভয় দেখান তিনি।
সরকারী জমি দখল করে ঘর নির্মাণের বিষয়ে শিবলু সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মুলত আমি এখানে ঘর উত্তোলন করি নাই। আমি সাবেক মেম্বার মান্নানের কাছ থেকে ঘরটি ভাড়া নিয়েছি। ঐ জায়গা মান্নান মেম্বারের লীজকৃত।
এই জমি সরকারী লীকৃত কিনা এই বিষয়ে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার লব্ধের সরকারী জমি আমিই ভোগ করবো। সরকারের যখন প্রয়োজন সরকার নিয়ে যাবে। আপনার সমস্যা হলে সরকারের কাছে অভিযোগ করেন।
রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হোসেন আলী খান বলেন, যুবলীগের ব্যানারে কিছু করার সুযোগ নাই। আমি শিবলু সরদারকে জিজ্ঞেস করেছিলাম। শিবলু আমাকে বলে সে নাকি পাশের জমির মালিক মান্নান মেম্বারের সাথে সম্বনয় করে ঘর তুলেছেন।
রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আমি শুনছি ঐ জায়গা মান্নানের। শিবলু ও মান্নান উভয়ে পরস্পর আত্মীয় স্বজন তারা সম্বনয় করে ঘর তুলেছে।
এব্যাপারে রাজানগর ইউনিয়ন সহকারী তহসিলদার রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আগামীকাল ঘটনাস্থলে গিয়ে দেখি। যদি সরকারী জমি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।