মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“আসক্তি নয়, প্রযুক্তি হোক আশীর্বাদ” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়ুথ কাউন্সিলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন “সংযোগ” এর অর্থায়নে (64D) ও ইছাপুরা ম্যাপ গ্রুপের আয়োজনে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কাউন্সিলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইরাস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ।
ইয়ুথ কাউন্সিলিং ক্যাম্পে অংশ গ্রহণ করে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪৫জন শিক্ষার্থী। এতে কিশোর ও যুবক শ্রেনীকে অনলাইন গেইম এর ভয়াবহতা ও তার থেকে রক্ষার উপায় নিয়ে আলোচনা করা হয়।
ইছাপুরা ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, বিক্রমপুর কুঞ্জবিহারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, প্রাক্তন অধ্যক্ষ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া, নারায়ণগঞ্জ কলেজের আইসিটি অধ্যাপক, বরুন কুমার ভট্টাচার্য, ইয়ুথ মেন্টাল হেলথ জাতীয় প্রশিক্ষক জিয়াউল হুদা হিমেল প্রমুখ ।