মুন্সীগঞ্জের সিরাজদিখানে থামছেনা ধলেশ্বরী নদী থেকে মাটি কেটে বিক্রিয়। স্থানীয়দের অভিযোগ প্রশাসন ম্যানেজ করেই চলছে এই অবৈধ ভাবে মাটি কাটা। এবিষয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানাযায়, উপজেলা বালুচর ইউনিয়নের কয়রাখোলা মৌজার বাবুল মুন্সী ব্রিকফিল্ড স্বত্বাধিকারী আমিনুল মুন্সী কিছু দিন ধরে নদীর মাটি কাটছে। এছাড়া আমিনুল মুন্সির বিরুদ্ধে এর আগেও একাধিকবার উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট করেছে। তিনি এলাকায় কয়েকটা ইটভাটার মালিক ও প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কিছু বলার সাহসও পায় না। তবে নদীর মাটি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে কাটতে থাকলে যেকোনো সময় নদীর পাড়ের ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে।
এলাকাবাসীরা বলেন, মাটি কাটার বিষয়ে বিভিন্ন ইউনিয়নে একধিকবার ভ্রাম্যমান আদালত করা হলেও এখানে নদী থেকে সরকারি মাটি কাটার বিষয়েও কোন প্রতিবাদ করা হচ্ছে না ও প্রশাসন কোন ব্যবস্থাও নিচ্ছে না । এখন সে রাত-দিন ধরে মাটি কাটছে। আমরা চাই এই নদীথেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হোক।
উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা বলেন, বাবুল মুন্সীকে মাটি কাটতে নিষেধ করা হয়েছে। আর তার মাটি কাটা তো এখন বন্ধ আছে। প্রশাসন ম্যানেজ করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি দেখছি আপনাদেরকে ফিডব্যাক দেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।