বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৬   চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল বরখাস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মুফতি সাহাদাৎ হোসেন লস্করপুরী সেক্রেটারি রফিকুল ইসলাম বাদল নির্বাচিত । ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উইনরক ইন্টারন্যাশন্যালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর যশোরে দুই দিনব্যাপী আশ্বাস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত আলীকদমে মোটরসাইকেল দূর্ঘটায় ৩ জন নিহত. গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট্ট বোনের নিরাপত্তা চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

সিরাজদিখানে স্ত্রীকে কুপিয়ে জখম থানায় লিখিত অভিযোগ।

liton mahmud
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর অপকর্মে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত ৩ অক্টোবর বেলা ১১টায় উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামীর বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার কোলা ইউনিয়নের ৪,৫,৬ নং মহিলা সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আরা বেগম (৫০), পিতা- নিজাম উদ্দিন শেখ, সাং-কোলা ৫নং ওয়ার্ড, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ স্বামী সিদ্দিক মোল্লা (৬৫),এর বিভিন্ন সময়ের অপকর্ম বাদ দিয়ে সুন্দরভাবে সংসার করতে বললে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ছোট তার ভাই ও ভাতিজা এবং অজ্ঞাত ৩-৪ জন কে সঙ্গে নিয়ে হামলা করে এতে ইউপি সদস্য রওশন আরা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়।তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন।

ভুক্তভোগী ইউপি সদস্য রওশন আরা বেগম জানান, আমার স্বামী সিদ্দিক মোল্লা (৬৫)এর সাথে আমার ৩০ বছর যাবত সংসার জীবনে দুই ছেলে এক মেয়ে রয়েছে। আমার স্বামীর নারী ঘটিত অনেক অপকর্ম রয়েছে এতে আমি বাধা দিলেই সময় সময়ে আমার উপর চালায় শারীরিক নির্যাতন।আমার স্বামী গোপনে একাধিক বিয়ে করেছে।গত ৩ অক্টোবর বেলা ১১টার দিকে বিভিন্ন সময়ের অপকর্ম বাদ দিয়ে সুন্দরভাবে সংসার করতে বললে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই ও ভাতিজা এবং অজ্ঞাত ৩-৪ জন কে সঙ্গে নিয়ে আমার উপর হামলা করে এতে আমি গুরুতর রক্তাক্ত জখম হই।আমি এর সঠিক বিচার চাই।

অভিযুক্ত স্বামী সিদ্দিক মোল্লা (৬৫),এর সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।