মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ ২৭ বছর পরে প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই উৎসবে যোগ দিতে সকাল ১০ টায় একে একে বিদ্যালয় প্রাঙ্গনে আসতে শুরু করেন। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরেন। সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন৷ একজন অন্যজনকে জরিয়ে ধরে পরিয়ে দেন ৯৫ ব্যাচের লোগো সম্বলিত নীল রঙের টি-শার্ট। এরপর তারা অংশ নেন জলখাবারে।
এর আগে স্কুলের ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বন্ধুদের হাতে হাত রেখে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের সাথে নিয়ে র্যালি সহকারে প্রবেশ করেন। র্যালীতে অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও।
দিনটি স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের সংবর্ধানা দেওয়া হয়।
এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এ মিলনমেলায় ছিল স্মৃতিচারণ, আপ্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।