মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা ভূমি অফিসে ঘুরে ঘুরে হয়রানির শিকার সেবা প্রত্যাশীরা। সরকার ভোগান্তি কমাতে নানা ধরনের উদ্যোগ নিলেও সাধারণ মানুষ পাচ্ছেন না কাঙ্ক্ষিত ভূমি সেবা। ভূমি কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অনিয়মের অভিযোগ। ইচ্ছেখুশি মতো ভূমি অফিসকে তিনি নিজের রাজত্ব বানিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীরা জানায়, সময় মতো জমির খারিজ করাতে না পারায় নামজারি ও জমা খারিজ রিবিউ মোকাদ্দমা যথাসময়ে রিপোর্ট না দেওয়ায় পারিবারিক ও সামাজিকভাবে জমি সংক্রান্ত বিরোধগুলোর নিষ্পত্তি হচ্ছে না।
স্বজনদের মাঝে চলমান প্রতিহিংসা শেষ পর্যন্ত মামলা মোকদ্দমায় গড়াচ্ছে। সিরাজদিখান উপজেলার সার্বেয়ার বাদশা মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সঠিক কাগজপত্র থাকা সত্বেও বিশেষ সুবিধা নিয়ে পক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। একদিকে অধিক টাকার বিনিময়ে সিরিয়ালের তোয়াক্তা না করে ঘুষদাতা ও প্রভাবশালীদের কাজ আগে করেন। অন্যদিকে জমির দলিল-খতিয়ান ও বিআরএস থাকলেও নানা অজুহাতে দিনের পর দিন ঘোরাচ্ছেন সেবা প্রত্যাশীদের। প্রভাবশালী বিপক্ষ পার্টির যোগসাজশে সাধারণ মানুষের কাজ আটকে রাখেন মাসের পর মাস ।
ফলে জমি বিরোধ নিয়ে পুলিশসহ কোর্ট পর্যন্ত যেতে হয় ভুক্তভোগীদের। এমন অভিযোগ ভূমি অফিসের নামজারি ও জমাভাগ সার্বেয়ার বাদশা মিয়ার বিরুদ্ধে অভিযোগ করাতে আসা আনোয়ারসহ বিভিন্ন বয়সের মানুষের। সরেজমিনে দেখা গেছে, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের অসহায় অটোচালক আনোয়ার হোসেনর নিজের ও ভাই বোনদের নামে লেখা জমি সঠিক সমাধান করাতে পারছেন না দীর্ঘদিন ধরে। ভূমি অফিসে ঘুরতে ঘুরতে নিঃস্ব হওয়ার পথে। তার মতো এমন অনেকেই নাজেহাল। সেবা পাওয়া তো দূরের কথা, সারাদিন ঘুরেও সার্বেয়ারের দেখা পান না প্রায়দিনই।
হুটহাট যতটুকু দেখা পান তাতেও কাজ হচ্ছে না। অদৃশ্য কারণে মাসের পর মাস ঘুরে হয়রান হচ্ছেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে সার্বেয়ার বাদশা মিয়া বলেন আমি এ বিষয়ে কোন কথা বলবো না। সহকারী কমিশনার (ভূমি)এর বক্তব্য নেন। সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ বলেন,বিষয়টি দেখছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।