সিরিজ বোমা হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু,সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি,আহসান আজিজ সরদার মিন্টু,সৈয়দ মশিউর রাব্বানী আপেল,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন,গোলাম কবির মুকুল,রেজাউল আলম রেজা,
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু,যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা,ফয়সাল সাকিদার আরিফ,স্বপন রাম রায়, সামিউল ইসলাম সামু,সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেল,তুহিন প্রামানিক,জামিউল আনসারি লিংকন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আল্পনা গোষ্বামী,কৃষক লীগ নেতা গনেশ চন্দ্র শীল,ছাত্রলীগ নেতা রতন মিয়া,জুয়েল রানা জিকো,সুমন মিয়া,রুহুল আমিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।