মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. শামছুল আরফিন।
মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা, জনদুর্ভোগ সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
এর আগে গত বুধবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দুই উপপরিদর্শক বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ মোট ৮৮৫ জনকে আসামি করে ছয়টি মামলা করেছিলেন। প্রশাসনের গতকালের মামলাটি করার পর এ অবরোধের ঘটনায় সাতটি মামলা করা হলো।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, আসামিরা পলাতক। তাঁদের অবস্থানের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।