মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুইজারল্যান্ড সরকারের পক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানান রাষ্ট্রদূত আনা ইফকোভিটস হর্নার (AMB. Anna Ifkovits Horner, Head of the State Division, Permanent Mission of Switzerland to United Nations and International Organizations Office in Geneva)। পরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান ও তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন!