এম এ মান্নান,মধ্যনগর সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মোটরসাইকেল সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ৬ জানুয়ারি দুপুর ১ টার সময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনায়,সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সার্বজনীন কালী মন্দিরের সামনে থেকে মাদকদ্রব্য ও একটি প্লাতিনা মোটর সিকেল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । এসময় আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি হল, নেত্রকোনা জেলার বারহট্রা উপজেলার বাহাদুরপুর গ্রামের বকুল মিয়ির ছেলে মোঃ রবিন (২৪) (বর্তমান ঠিকানা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের, এবং ধর্মপাশা উপজেলার বেখইজুড়া গ্রামের মোঃ মালেক মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (২০) উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের মোট মূল্য অনুমানিক ৮৫ হাজার ২০০ শত টাকা। এই মাদকের ঘটনার অভিযুক্ত পলাতক আসামিরা হল মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের শফিক মিয়ার দুই ছেলে বিপুল মিয়া (২৫) ও তৈফিক মিয়া (৩৮) এবং মোঃ কালা মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) এই ঘটনায় মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত অফিসার এসআই মোঃ ইউছুব আলীর নিকট হস্তান্তর করা হয়েছে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেফতারের তৎপরতা বাড়ানো হয়েছে। এম এ মান্নান ০১৩১৮৩২৭২৮০ ০৭/০১/২৫
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।