এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)'র আটককৃত ১২কোটি টাকার মরণ নেশা মাদকদ্রব্যাদি ধ্বংসকরণ কার্যক্রম আনুষ্টানিক ভাবে ভস্মীভূত করা হয়েছে।
আজ৪ ডিসেম্বর ১টার সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় “মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান”এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় ও সুনামগঞ্জ-৩ আসনের এম.পি, এম এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের এম.পি, মোয়াজ্জেম হোসেন রতন,
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম,
অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল,কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের পরিচালক অধিনায়ক লে: কর্নেল মো: মাহবুবুর রহমান, সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার এহসান শাহ,সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ, সহকারী কমিশনার, শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর কর্তব্যরত ব্যতিত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক গত ২২ জানুয়ারি ২০১৯ হতে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য মালিকবিহীন/পরিত্যক্ত অবস্থায় আটক করা হয় যার আনুমানিক মূল্য-১২,০০,০০,০০০/- (বার কোটি) টাকা। উক্ত মাদকদ্রব্য অদ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে ধ্বংস করা হয়েছে:
ভারতীয় বিভিন্ন প্রকার মদ- ৪৫,৬৮১ বোতল,বিয়ার- ১,৭৩৭ বোতল, গাঁজা- ৪৪৪.৮ কেজি,
বিভিন্ন প্রকার বিড়ি- ৪,৬৬,৬৩৪ প্যাকেট,ইয়াবা ট্যাবলেট- ১,৪১৫ পিস,তামাক ৩২.৫ কেজি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।