প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২২, ৯:৩৭ পি.এম
সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় হেরোইনসহ গ্রেফতার-১

জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ পুড়িয়া হেরোইনসহ রহমতুল্লাহ আল-আমিন ওরফে শিপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রহমতুল্লাহ আল-আমিন ওরফে শিপন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহবাজ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
১৯'নভেম্বর (শনিবার) দিবাগত মধ্যরাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের সরকারপাড়ার জনৈক জুয়েল ইসলামের গাছবাগান সংলগ্ন রাস্তার উপরে হিরোইন বিক্রির সময় স্থানীয় জনতা শিপনকে হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আলমগীর কবির'র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিপনকে গ্রেফতার করে।এরপর তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
এঘটনায় ২০নভেম্বর (রবিবার) সুন্দরগঞ্জ থানায় এস.আই আলমগীর বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্বারণীর ৮(ক) ধারায় একটি মামলা দায়ের করেন.মামলা নং-২৯।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ২০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ি শিপনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com