জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা এবং জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ি আসরের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন পালিত হয়েছে।রোববার(৪’ডিসেম্বর)সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বামনডাঙ্গা শাপলা কুঁড়ির আসর কার্যালয়ে শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বামনডাঙ্গা শাপলা কুঁড়ি আসর শাখার সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শাপলা কুঁড়ি আসরের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি শমেস উদ্দিন বাবু,উপদেষ্টা মমিনুল ইসলাম,শহিদুল ইসলাম শহীদ ও বিশিষ্ট ঠিকাদার সাগির খান প্রমুখ।
আলোচনা শেষে আসরের খুদে বন্ধু রিহান খান রওনকের মাধ্যমে কেক কাটার মধ্য দিয়ে শেখ ফজলুল হক মনির ৮৪’তম জন্মদিন উদযাপন করা হয়।এসময় শাপলা কুঁড়ি আসর বামনডাঙ্গা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।