প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩, ৭:৪০ পি.এম
সুন্দরগঞ্জের সর্বানন্দে সৈয়দা মাসুদা খাজার উঠান বৈঠক
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে উঠান বৈঠক করছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আবুল হোসেন খাজার সহধর্মিণী সৈয়দা মাসুদা খাজা।
শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে সরকারের উন্নয়নের কথা জনগণকে অবহিত করার জন্য এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সৈয়দা মাসুদা খাজা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন, সেতুটি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের মানুষের জীবন বদলে গেছে। মেট্রোরেল নির্মাণ করে ঢাকা শহরের যানজট নিরসন করেছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু টানেলের কাজ এগিয়ে চলেছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়ে গেছে।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বছরের শুরুতেই শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। শুধু তাই নয়,এই আমাদের সুন্দরগঞ্জের দ্বিতীয় তিস্তা সেতুর কাজ চলমান রয়েছে। সেতুর কাজ সম্পূর্ণ হলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। তাই সরকারের এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এসময় উঠান বৈঠকে সর্বানন্দ ইউনিয়নের সাধারণ জনগণ সহ তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com