জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টার: আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ অগ্রাধিকারের স্বার্থে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ গুলোতে ইতিমধ্যে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা গেছে উপজেলার ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৫ টি ও ঝুঁকিপূর্ণ ১৫টি পূজা মন্ডপে ইতিমধ্যে মোট ১শ' ০৫জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি পূজা মন্ডপে ১জন পিসি ২জন পুরুষ আনসার ১ জন মহিলা আনসার সহ ৪জন এবং ঝুঁকিপূর্ণ ১৫ টি পূজা মন্ডবে ১জন এপিসি ১জন পুরুষ আনসার ও ১জন মহিলা আনসার সহ মোট ৩ জন করে ৩০টি পূজা মন্ডবে পুরুষ আনসার ৭৫ জন এবং মহিলা আনসার ৩০জন সহ সর্বমোট ১০৫ জন আনসার ও ভিডিপি সদস্য স্বশরীরে মোতায়েন হয়ে নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী বলেন- সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আনসার ও ভিডিপি সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যে উপজেলার ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ গুলোতে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করতে পিসি ও এপিসি সহ মোট ১০৫ জন আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।