প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ৩:৫৬ পি.এম
সুন্দরগঞ্জে ইটভাটা মালিকের অর্থদণ্ড
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ মৌজায় অবস্থিত এসআর ব্রিকস নামীয় ইটভাটা মালিকের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জানা যায়, বুধবার (৩১ জানুয়ারী) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড ও উক্ত পরিমাণ টাকা আদায় করেন। এছাড়া, অতিরিক্তি জমি ব্যবহার না করাসহ পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। এ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর মধ্যে ৪ টিতে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করে দেয়া হল। এরআগে উপজেলার সর্বানন্দ ও ছাপড়হাটী ইউনিয়নের আরো ৩টি ইটভাটা সংশ্লিষ্ট বিধি উপেক্ষা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ -এর বিশেষ ক্ষমতাবলে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইন অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com