প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ১২:২৩ পি.এম
সুন্দরগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফ পাচ্ছে ৭৪ হাজার ১৫০ টি পরিবার
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ ঈদ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিজিএফের খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ১৫০টি অসহায়-দুস্থ পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল এ তথ্য জানান। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ ৭৪ হাজার ১৫০টি কার্ড ইউনিয়ন ও পৌরসভার জনসংখ্যার হারে বিভাজন করে দেয়া হয়েছে। ঈদের আগেই ভিজিএফের চাল বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান,কার্ডপ্রাপ্তদের মধ্যে পৌরসভায় ৩হাজার ৮১টি,বামনডাঙ্গা ইউনিয়নে ৬ হাজার ১৬৫টি,সোনারায় ইউনিয়নে ৪হাজার ৫৩ টি,তারাপুর ইউনিয়নে ৪হাজার ৮৫৯টি, বেলকা ইউনিয়নে ৪হাজার ৭৯৩টি, দহবন্দ ইউনিয়নে ৩ হাজার ৬০০টি,সর্বানন্দ ইউনিয়নে ৫হাজার ১১৫ টি, রামজীবন ইউনিয়নে ৪হাজার ৫৬৫ টি, ধোপাডাঙ্গা ইউনিয়নে ৪হাজার ১৩৩টি,ছাপরহাটী ইউনিয়নে ৫হাজার ৫৯৩টি,শান্তিরাম ইউনিয়নে ৫ হাজার ৩২৫ টি,হরিপুর ইউনিয়নে ৩হাজার ৫২০ টি, কঞ্চিবাড়ি ইউনিয়নে ৫হাজার ৫৯৫টি, শ্রীপুর ইউনিয়নে ৬হাজার ১০ টি,চন্ডিপুর ইউনিয়নে ৫ হাজার ৯৩টি,কাপাশিয়া ইউনিয়নে ২হাজার ৬৫০টি পরিবার রয়েছে।
কার্ডপ্রতি ১০ কেজি চাল মিলবে জানিয়ে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো বলেন, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি, বা পরিবারকে এসব ভিজিএফ সহায়তা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com