জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আল-কুরআনের আলো: সেরা প্রতিভার সন্ধানে’ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের আয়োজনে এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাসুদুর রহমান।
সাহাবাজ আহলে হাদিস জামে মসজিদ মাঠে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, সাংবাদিক মো. হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা নুর আলম সিদ্দিক ও হাফেজ ক্বারী মাহমুদুল হাসান।
হাবিবুল্লাহ বিন আকতারুজ্জামান সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. সোহান মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সদস্য শামিম, মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ।
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপজেলার ৬ টি মাদরাসার ১২ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন বাহরুল উলুম ইসলামী মাদ্রাসার ছাত্র মো. ওমর ফারুক, দ্বিতীয় স্থান অর্জন করেন কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. শরিফুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন সাতগিরি কাশফুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র নুর মোহাম্মদ, চতুর্থ স্থান অর্জন করেন উত্তর সাহাবাজ মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মো. শামিম ইসলাম ও পঞ্চম স্থান অর্জন করেন একই মাদ্রাসার ছাত্র মো. আবু মুসা।
[caption id="attachment_30626" align="alignnone" width="300"] প্রজাপতি গ্রুপ ও আল্লাহ ভরসা ওয়ার্কশপের পৃষ্ঠপোষকতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগিতাকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগিকে পবিত্র কুরআন মাজিদ উপহার দেয়া হয়। পরে দোয়া মাহফিল শেষে ইফতার বিতরণ করা হয়।[/caption]
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।