জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় ৫০ শতাংশ ভুর্তূকি কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ধান, গম ও সরিষা মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রুস্তম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী, সরবরাহকারী প্রতিষ্ঠান সরকার ইঞ্জিনিয়ারিং ইন্ডাজট্রিজের পক্ষে ছিলেন নাহিদ ফারজানা, সুমন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ।