প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৩, ৮:৫২ পি.এম
সুন্দরগঞ্জে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইনান এর আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে সুন্দরগঞ্জেও দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (২৭ এপ্রিল) বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের দরিদ্র কৃষক রনজু সরকারের ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক শিক্ষা পাঠচক্র বিষয়ক উপ- সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ উর রহমান বাদল,সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল ইসলাম জিকো,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আহসান হাবিব, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী কামাল, রাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী মোকছেদুল সহ ছাত্রলীগনেতা সবুজ, রুবাই, রোজ, নিজাম, অর্ক, মাধুর্য প্রমুখ।
এসময় কৃষক রনজু সরকার বলেন, 'আমার ২৫ শতক জমির ধান পেঁকেছে। কিন্তু,এ কাটার কোনো শ্রমিক পাচ্ছিলাম না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগের ছেলেরা এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।'
সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল ইসলাম জিকো বলেন, 'কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রামজীবন ইউনিয়নের এক কৃষকের কিছু ধান কেটে দিয়েছি। তিনি আরও বলেন, 'যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com