জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৩টি চার্চে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন পালন করেছেন খৃষ্টান ধর্মাবলম্বীরা।
রবিবার বিশেষ প্রার্থনা ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খৃষ্টানদের মুক্তিদাতা, পরিত্রাণদাতা ও শান্তিদাতা প্রভু যিশু খৃষ্টের জন্মদিনকে তারা বড়দিন হিসেবে পালন করেন। এ উপজেলার অন্য কোন ইউনিয়নে খৃষ্টান ধর্মাবলম্বী না থাকলেও শুধুমাত্র বামনডাঙ্গা ইউনিয়নে ব্যাপ্টিষ্ট চার্চ, ইভেনজ্যালিক্যাল রিভাইবেল চার্চ এবং প্রাইম ইভানজেলিষ্টিট চার্চ ট্রাষ্ট’র প্রায় ২০টি পরিবারের লোকজন বড়দিন পালন করে আসছে।
প্রাইম ইভানজেলিষ্টিট চার্চ ট্রাষ্ট’র বড়দিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকশী সূর্য্য, সদর উপজেলা উক্ত পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সাহা,বামনডাঙ্গা শিব মন্দিরের সভাপতি সংগ্রাম সিং,বামনডাঙ্গা শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ড.মোঃ শফিউল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ। বড়দিন উপলক্ষে প্রশাসনিক নিরাপত্তা বিদ্যমান ছিল।
এ ব্যাপারে চার্চ ৩টির পাষ্টর মি. নয়ন সরকার, পাষ্টর নুরুল নওফেল, পাষ্টর নুরুন্নবী, পাষ্টর মিজু আহমেদ পলাশ ও পাষ্টর সাইফুল জানান, এবারে বড়দিন উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া গেছে। আমরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে বড়দিন পালন করতে পারি সেজন্য প্রশাসনের নজরদারীসহ সার্বিক সহযোগিতা পেয়েছি। স্থানীয়দের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে বড়দিনের কেক কাটা, বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করতে পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।