জয়ন্ত সাহা যতন , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সদস্য সচিব সাংবাদিক একেএম শামছুল হকের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ রোডে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী মোশাররফ হোসেন বুলু, মিথ্যা মামলার শিকার গণমাধ্যম কর্মী একেএম শামসুল হক, গণমাধ্যম কর্মী জাহিদুল ইসলাম জাহিদ, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান, সাখাওয়াৎ হোসেন মিলন, জয়ন্ত সাহা যতন,সাইফুল আকন্দ, শহিদুল ইসলাম আকন্দ, সাইফুল ইসলাম, প্রমূখ। বক্তারা সাংবাদিক একেএম শামছুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, 'একজন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে একেএম শামছুল হক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাঁকে হয়রানি করা হচ্ছে। এটি শুধু তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টা নয়, বরং স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র।' তারা আরও বলেন, যদি দ্রুত এ মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেবেন। উল্লেখ্য উপজেলার ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের মৃত আঃ রশিদ সরকারের ছেলে মোঃ আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস সাংবাদিক একেএম শামছুল হকের বিরুদ্ধে গাইবান্ধা আদালতে চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।