প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৩, ১০:৩২ পি.এম
সুন্দরগঞ্জে চরাঞ্চলে কর্মসংস্থানের জন্য মিসের আফরুজা বারীর ঘোড়া উপহার
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ যান্ত্রিক সভ্যতার যুগ ও কালের বিবর্তনে গ্রাম বাংলার মানুষের একমাত্র যোগাযোগের বাহন ঘোড়ার গাড়ির ব্যবহার হারিয়ে গেলেও চরাঞ্চলের মালামাল ও মানুষের যোগাযোগের বাহন হিসেবে এখনো ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে। আর অনেকের জীবিকা নির্বাহের মাধ্যমই হলো ঘোড়ার গাড়ি।
গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের কর্মসংস্থানের জন্য কিছু অসহায় মানুষের মাঝে ঘোড়ার গাড়ির জন্য ঘোড়া উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি মিসেস আফরুজা বারী।
শনিবার(৮ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার নদীর পাড়ে গড়ে ওঠা হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের লাল মিয়া, মোজা মিয়া, রাজ্জাক মিয়া,নুর আলম মিয়া,ফারুক মিয়া,আলম মিয়া নামক ৬জন ব্যক্তিকে কর্মসংস্থানের জন্য ঘোড়ার গাড়ির জন্য নিজেস্ব অর্থায়নে ৬টি ঘোড়া উপহার দেন মিসেস আফরুজা বারী।
ঘোড়া পেয়ে আবেগে আপ্লুত হয়ে তারা বলেন বর্ষার সময় যোগাযোগের মাধ্যম নৌকা আর কালের পরিক্রমায় সুন্দরগঞ্জে চরাঞ্চলে শুকনো মৌসুমে মালামাল বহনের একমাত্র বাহন হলো ঘোড়ার গাড়ি। এ কারণে বর্তমানে চরবাসী নিত্যপ্রয়োজনীয় মালামাল ঘোড়ার গাড়িযোগেই বহন করে থাকেন। মিসেস আফরুজা বারী আপার এই উপহার পেয়ে ঘোড়া গাড়ি চালিয়ে সংসারের দুঃখ ঘোচানোর চেষ্টা করমু। আল্লাহ হামার আফরুজা বারীর ভালো করুক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com