প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৩, ৭:৫১ পি.এম
সুন্দরগঞ্জে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ে মতবিনিময়
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আল-মারুফ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, বিভিন্ন তথ্য তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল। বক্তব্য রাখনে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, মোশাররফ হোসেন বুলু,সহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ভুয়সী প্রশংসা জানিয়ে বলেন, চতুর্থ পর্যায়ে খাস জমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ২ কক্ষ বিশিষ্ট ২'শ ৮৯ 'ক' শ্রেণীর ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যা আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী সারাদেশের সঙ্গে একযোগে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। এপর্বে উপজেলায় মোট ৫'শ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এনিয়ে উপজেলায় এ সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৬'শ ৯২। অপেক্ষমান ৫'শ টির মধ্যে ১’শ ১১টি নির্মাণ কাজ চলছে বলে জানা গেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com