জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হয়ে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. নজরুল ইসলাম (৪৫), মোছা. নুরজাহান বেগম (৩০) এবং মোছা. সুফিয়া বেগম(৩২)।বৃহস্পতিবার সকালে আহত নজরুল ইসলাম এর অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে রেফার করেন।
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে মো. মোজাহার আলীর পরিবারের সাথে স্থানীয় হানিফ মন্ডলের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। জমিটি নিয়ে ওই ইউনিয়নের ইউনিয়ন পরিষদে মিটিং হওয়ার কথা ছিল কিন্তু প্রতিপক্ষ সেই মিটিংয়ে হাজির হননি।
এরইমধ্যে বুধবার সকাল ১০টায় হানিফ মন্ডল দেশীয় অস্ত্রসস্ত্রসহ তার লোকজন নিয়ে বাড়ির সীমানায় থাকা সুপারী, জাম্বুরা, মেহগনির ২৫টি গাছ কেটে ফেলে। এছাড়াও সীমানায় থাকা টয়লেট ও বাউন্ডারি ভাংচুর করে।
মোজাহার আলী ও তার পরিবারের লোকজন তাদের এ অন্যায় কাজের বাধা দিতে আসলে বিবাদীগণ আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।এসময় মোজাহার আলীর স্ত্রী নুরজাহান বেগমের গলায় থাকা ১২আনা ওজনের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারের এলাকার লোকজন এগিয়ে আসে এবং রক্তাক্ত জখম অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
গাছ , টয়লেট ও বাউন্ডারি ভাংচুর এবং স্বর্ণের চেইন বাবদ আহতদের পরিবারের ১লক্ষ ৪৫হাজার টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় মো. মোজাহার আলী (৩৯) বাদী হয়ে ওই গ্রামের মৃত কাবিল মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৫) সহ ৭জনের নাম উল্লেখ পূর্বক আরো ৭/৮ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন।এজাহারে অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন, হানিফ মন্ডলের ছোট ভাই মো. হামেদ আলী (৪২), ফারুক মিয়া(৩৬). হানিফ মন্ডলের ছেলে মমিনুল ইসলাম (২২), মো. বাহার উদ্দিনের ছেলে রাব্বী মিয়া(১৯), মো. হানিফ মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম (৪০), মো. মিয়ার স্ত্রী মোছা. নুরুন্নাহার বেগম(৩০)। তারা সবাই উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর আলম বলেন ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো