সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত: গ্রেপ্তার-২
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামে জমি নিয়ে সংঘর্ষে রবিউল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সোলায়মান মন্ডল ও আব্দুল কুদ্দুছ মন্ডল নামে নিহত রবিউলের ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে গত ২৯ মে সকালে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে আফাজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, ফারাজ উদ্দীনের ছেলে আব্দুল হামিদ মিয়া ও তার ছেলে বাবলু মিয়া গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। আহতদের মধ্যে রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান কর্তব্যরত চিকিৎসক। রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুন) ভোরে রবিউলের মৃত্যু হয়। সংবাদ জানতে পেয়ে আসামী পক্ষের অধিকাংশ লোক পালিয়ে গেলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোলায়মান ও আব্দুল কুদ্দুছকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত রবিউলের চাচা একাব্বর আলী বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ পূর্বক হত্যা মামলা করেন।
থানা অফিসার ইনচার্জ ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।