জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত সহ নানা আয়াজনের মধ্য দিয়ে সুন্দরগঞ্জে ৩টি চার্চে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।রবিবার(২৫ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্ট, ইভানজেলিক্যাল রিভাইবেল চার্চ এবং ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়াও বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শিশু ও অতিথিদের বিভিন্ন উপহার দেওয়াসহ খৃস্ট সংগীতের আয়োজন করা হয়েছিল চার্চগুলোতে।
প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্টে বড়দিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকসি সূর্য, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা সদর শাখার সাধারণ সম্পাদক রঞ্জন সাহা,বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি সংগ্রাম সিং,শিশু উন্নয়ন সংস্থা শিউসের সভাপতি ড.শফিউল ইসলাম ভূঁইয়া,পাস্টর নুরুল নওফেল,মিজু আহম্মেদ পলাশ প্রমূখ।