জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ সন্দরগঞ্জে নানা সমস্যায় জর্জড়িত বামনডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। লোকবল সংকটের পাশাপাশি ১০ শয্যা বিশিষ্ট এ উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবনের ভেতরের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। শুধু তাই নয়,উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনেই ময়লা আবর্জনার স্তুপ জমে আছে। গাছগাছালিতে ভরে আছে চারদিক।বৃষ্টি আসলেই বাইরে ও ভিতরে জমে হাটুজল পানি।এযেন রোগ সৃষ্টির কারখানা।এ উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার, উপ মেডিকল অফিসার,মিডওয়াইফ ও অফিস সহায়ক পোস্ট থাকলেও বর্তমানে উপ মেডিকেল অফিসার(সেকমো)পদটি শূন্য রয়েছে।মেডিক্যাল অফিসার থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ তিনি অফিস করেন উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মিডওয়াইফকেও মাঝে মাঝে পাওয়া যায় না অফিসে। অফিস সহায়ক দিয়েই চলছে সেবা কার্যক্রম।
জানা যায়, নিজেস্ব ভবন না থাকাই ইউনিয়ন ভূমি অফিসের জায়গায় দীর্ঘদিন থেকে এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ইউনিয়নবাসিদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সেবা কেন্দ্রটিতে নরমাল ডেলিভারি সহ বিভিন্ন সেবা দেওয়ার কথা থাকলেও নেই ডেলিভারির ব্যবস্থা। দেয়া হয় না আরো বিভিন্ন সেবা। শুধুমাত্র কিছু সংখ্যক ঔষধ দিয়েই চলছে সেবা। তাও দীর্ঘদিন দিন থেকে ক্যালসিয়াম,ঘা শুকানো ঔষধ,কাশ সর্দির এন্টিবায়োটিক সহ পাওয়া যাচ্ছে না কোন ধরনের সিরাপ জাতীয় ঔষধ।
সরেজমিনে বামনডাঙ্গা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে গেলে অফিস সহায়ক ব্যতিত আর কোন কর্মকর্তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়নি।দেখা গিয়েছে সেবা নিতে আসে একাধিক রোগিকে। সেবা নিতে আসা রহিমা বেগম, সালেহা বেগমসহ অনেকেই জানান, অনেক দিন থেকে এসে ঘুরে যাচ্ছি ক্যালসিয়াম বড়ি ও ছোট বাচ্চাদের সিরাপ জাতীয় ঔষধ পাচ্ছিনা। গরীব মানুষ টাকা নাই তাই বাইরে থেকে ঔষধও কিনতে পাচ্ছি না।
মেডিক্যাল অফিসার সুবর্ণা ইসলাম বন্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,আমি বামনডাঙ্গা ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোকবল কম থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস করতে হয়। ঔষধ ও অন্যান্য সমস্যার কথা জানতে চাইলে তিনি বলেন এসব বিষয়ে আমার স্যারের সাথে কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ জানান ইতিমধ্যে বামনডাঙ্গা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা শুনেছি আশা করছি খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে।