প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১২:৩৯ এ.এম
সুন্দরগঞ্জে পুজা মন্ডপে নিরাপত্তা দিচ্ছে জামায়াতে ইসলামী
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযথ মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের ওই ধর্মীয় উৎসব শান্তিপূর্ন ও সু-শৃঙ্খল ভাবে উদযাপনে সহযোগিতা করার লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতকর্মী মাঠে কাজ করছেন। ১১৪টি পূজামণ্ডপে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ওই দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দেখা গেছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম বাবুর নেতৃত্বে ইউনিয়নের ১৯টি পুজা মন্ডপে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে ও পুজোর নিরাপত্তা দিতে নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
ইউনিয়নের প্রতিটি পুজোর মণ্ডপে নাগরিক কমিটির প্রতিটি দলে রয়েছে ১০ জন করে সদস্য।দলের সদস্যরা প্রতিনিয়ত মন্দির কমিটির সাথে আলোচনার পাশাপাশি নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।
পুজায় এমন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম বাবু বলেন পুজোকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলার ঘটাতে না পারে সেজন্য আমরা কেন্দ্রীয় আমীরের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য যে, গত বুধবার (২ অক্টোবর) ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে নেমে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার ( ৯ অক্টোবর) থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব সমাপ্ত হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com