জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রচন্ড গরমে বেড়েছে হাতপাখার চাহিদা।হঠাৎ মাঝে মধ্যে ক্ষনিকের জন্য একটু ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও প্রায় এক মাস ধরে বিরাজ করছে প্রচন্ড গরম।দেশের অধিকাংশ এলাকার পাশাপাশি সুন্দরগঞ্জেও অনুভূতি হচ্ছে প্রচন্ড গরম। আবহাওয়া অফিস বলছে আগামি কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হতে পারে ঝড়-বৃষ্টিও।
প্রচন্ড গরমে আবার মাঝে মধ্যেই দেখা দিচ্ছে বিদ্যুতের লোডশেডিং (আশা যাওয়ার) লুকোচুরি। সবকিছু মিলে যেনো নিশ্বাস ফেলার সময় নেই খেটে খাওয়া শ্রমজীবি ও সাধারণ মানুষদের। প্রচন্ড এই গরমে একটু শান্তির পরশ দিতে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করছেন বিভিন্ন রকমের হাত পাখা।
হাত পাখা বিক্রেতা ফাহিম মিয়ার সাথে কথা বলে জানা যায়, বাপ-দাদার ব্যবসা ধরে রেখে এই গরমে বিভিন্ন হাট-বাজারে হাত পাখা বিক্রি করেই সংসার চালাচ্ছেন অনেকেই। এদিকে বসে নেই হাত পাখা কারিগররাও। গরম শুরুর প্রথম থেকেই বেড়েছে হাত পাখা কারিগরদের ব্যস্ততা।
এদিকে উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের ফুটপাতে হাতপাখা বিক্রেতা নাহিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। ঘরে ঘরে ঘুরছে বিদ্যুৎ চালিত পাখা। সে অনুযায়ী আগের চেয়ে বিক্রিটা বেশ কমে গেছে।
এদিকে স্টেশনে আসা বেশ কয়েকজন যাত্রী বলেন, হাত পাখার কদর সব সময় রয়েছে। বেশকিছুদিন ধরে প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ । তাই হাতের কাছে হাত পাখা পেয়ে আমরা ভীষণ খুশি। হাত পাখার বাতাস দিয়ে এই গরমে ট্রেন যাত্রায় নিজেদের শান্ত করার চেস্টা করছি।
অপরদিকে উপজেলার মীরগঞ্জ হাটে আসা হাত পাখা বিক্রেতা জানান, যদিও এই পেষা এখন আর আগের মতো চলেনা। তারপরেও বাপ-দাদার রেখে যাওয়া এই পেশা ধরে রেখে সংসার চালাতে হচ্ছে আমাদের মতো অসহায় গরীবদের।