জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে প্রানীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারন ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে খামারিদের মাঝে প্রদর্শনী প্লট ও নগদ অর্থ বিতরন হয়েছে।
রবিবার সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার।
বক্তব্যে তিনি খামারীদের উদ্দেশ্য বলেন, প্রত্যেক খামারি ঘাস চাষ করতে হবে। উন্নত জাতের মধ্যে নেপিয়ার পাকচং ঘাস খুবই ভালো এ জাতের ঘাস চাষ করলে খামারী অনেক লাভবান হয়। গরুকে এমন স্বাস্থ্য সম্মত খাবার দিতে হবে যাতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অল্পতেই যেনো কোনো রোগ গরুকে অসুস্থ্য করতে না পারে, সেজন্য নিয়মিত কাঁচা ঘাস খাওয়াতে হবে। গরু অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেয়ার উপদেশ দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুর কবির, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।
শেষে খামারীদের মাঝে প্রদর্শনী প্লট ও ঘাস চাষে স্বাবলম্বী হওয়ার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।