প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ২:৩৮ পি.এম
সুন্দরগঞ্জে প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ভেড়া,ঘর ও মিল্কিং মেশিন বিতরণ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ভেড়া,ঘর ও মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল সুন্দরগঞ্জ এর বাস্তবায়নে ভেড়া, ঘর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এলডিডিপি প্রকল্পের অর্থায়নে প্রডিউসার গ্রুপ (পিজি) এর মাঝে মিল্কিং মেশিন বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি ২৯'গাইবান্ধা-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার(ভূমি)
এর সভাপতিত্বে, এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ডাঃ নন্দ দুলাল টীকাদার,গাইবান্ধা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.মোছাঃ সুমনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.মোছাঃ সুমনা আক্তার জানান, উপজেলার চরাঞ্চলের ৪০টি পরিবারের মাঝে ৩টি করে মোট ১শত ২০টি ভেড়া ও ভেড়ার ঘর বিতরণ এবং ১৫টি ইউনিয়ে এলডিডিপি প্রকল্পের অর্থায়নে প্রডিউসার গ্রুপ (পিজি) এর মাঝে ১৫টি মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com