জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ ও এর সহযোগিতা সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি শোক র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায়
এতে বক্তব্য রাখেন- সহসভাপতি শফিউল আলম,সৈয়দ মশিউর রহমান আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবীর মুকুল,রেজাউল আলম সরকার রেজা, আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ,এস,এম আশেকুজ্জামান প্রামানিক তুহিন প্রমুখ।
এসময় বক্তারা ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ক্ষণজন্মা বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনে ১৩ বছরই অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে থেকেছেন। তিনি বাংলার মাটি ও মানুষকে অসম্ভব ভালবাসতেন এবং মানুষের মনের কথা বুঝতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন। বঙ্গবন্ধু দেশ এবং মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে সকলের প্রতি আহবান জানান।
শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।