সুন্দরগঞ্জে বসত ভিটার জের ধরে মারপিট ও লুটপাটের অভিযোগ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে উত্তরসাহাবাজ গ্রামে বসত ভিটার জের ধরে মোছাঃ মমতা বেগম নামের এক অসহায় মহিলাকে মারপিট ও বসতবাড়ী লুটপাটের অভিযোগ উঠেছে। মোছাঃ মমতা বেগম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তরসাহাবাজ গ্রামের মোঃ খলিল প্রামানিক'র স্ত্রী।
[caption id="attachment_12346" align="alignnone" width="300"] অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ মনির উদ্দিন(৩০)- পিতা খলিল প্রামানিক,মোছাঃ কুহিলী বেগম(২৫)- স্বামী মোঃ মাসুদ রানা,মোছাঃ নুরনাহার বেগম(৪৫)-স্বামী কুদ্দুস আলী,মোছাঃ শিমু বেগম(২৬)-স্বামী মনির উদ্দিন,মোঃ ইলিয়াস আলী(৪৫)-পিতা মোঃ আব্দুস সামাদ সকলের সাং উত্তরসাহাবাজ,সর্বানন্দ, সুন্দরগঞ্জ।পারিবারিক ও বসতভিটার জের ধরে ২১.০৮.২০২২ তারিখে আনুমানিক সকাল সাড়ে ১১টায় বর্নিত বিবাদীগণ লাঠি সোটা,ছোরা,লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মমতা বেগমের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া বসত বাড়ির বাউন্ডারির বেড়ায় মারডাং ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এসময় মমতা বেগম বেড়া ভাংচুর ও গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ৪নং বিবাদী মোছাঃ শিমু বেগমের হুকুমে সে সহ অন্যান্য বিবাদীগণ তাদের হাতে থাকা লাঠিসোঠা ও ছুরি দ্বারা মমতা বেগমকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।সেই সুযোগে বিবাদীগণ মমতা বেগমের গলায় থাকা ৮আনা ওজনের একটি স্বর্ণের চেন ও বাড়িতে প্রবেশ করে আলমারী ভেঙ্গে বিদেশ থেকে তার স্বামীর পাঠানো ১লাখ ৫০হাজার টাকা সহ ঘরের অন্যান্য জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়।[/caption]
একপর্যায়ে রক্তাক্ত মমতা বেগমের আত্নচিংকারে তার ভাবী লাভলী বেগম এগিয়ে আসেন এবং অটোযোগে তাকে সুন্দরগঞ্জ হাতপাতালে ভর্তি করান।এবিষয়ে ভুক্তভোগী সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
[caption id="attachment_12347" align="alignnone" width="300"] অভিযোগের বিষয়ে সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগটি তদন্ত করার জন্য বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।[/caption]
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।