জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন ২৬’ নভেম্বর-২২ইং গাইবান্ধার সুন্দরগঞ্জে বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ইতিমধ্যে বিভিন্ন পদে অনেক প্রার্থী তার প্রার্থীতা ঘোষনা সহ তাদের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েছেন।
২৬’নভেম্বর দোকান মালিক সমিতির নির্বাচনে মটরসাইকেল মার্কা প্রতীকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন মিনিষ্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়া (বিএসসি)।
তিনি এক বিবৃতিতে বলেন,মানুষের ভালোবাসায় নতুন চিন্তা চেতনার আলোকে দোকান মালিক সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে সভাপতি পদে প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি আরো বলেন সুন্দরগঞ্জে ব্যবসায়ীদের দুঃখ-দুর্দশা লাঘব ও তাদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রত্যয় নিয়ে ব্যবসায়ীদের আগ্রহে সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। তিনি আশাবাদী ২৬’নভেম্বর ব্যবসায়ীগণের ভালোবাসায় মোটরসাইকেল মার্কায় উক্ত নির্বাচনে ভোটে জয়যুক্ত হবেন।
উল্লেখ ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) উক্ত নির্বাচনের প্রতীক বরাদ্দ দেন প্রধান নির্বাচন কমিশনার।এতে ৪৯৫ টি ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে সভাপতি পদে ১ জনের বিপরীতে ৩জন, সহ-সভাপতি পদে ১ জনের বিপরীতে ৩জন, সাধারণ সম্পাদক পদে ১ জনের বিপরীতে ৪জন, কোষাধ্যক্ষ পদে ১ জনের বিপরীতে ৩জন ও কার্যকরী সদস্য পদে ৮ জনের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।