প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৩, ৫:৩২ পি.এম
সুন্দরগঞ্জে বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।
রোববার (৫ নভেম্বর ) দুপুরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের বন্দর ও স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় সৈকত হোটেল এন্ড রেস্টুরেন্ট, মিজান হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ফুড কর্ণার নামে তিনটি খাবার হোটেলে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, বিভিন্ন অভিযোগে সৈকত হোটেল এন্ড রেস্টুরেন্ট, মিজান হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ফুড কর্ণার নামক তিনটি হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও বিভিন্ন খাবার হোটেলগুলোতে তদারকি করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com