প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২২, ১২:৪৩ এ.এম
সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ আলী আকন্দের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে উক্ত গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী আকন্দের মরদেহ তাঁর পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ আল-মারুফ। এসময় ছিলেন থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সাবেক ডেপুটি কমন্ডর বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল হামিদ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান মনজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী আকন্দ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি উক্ত ভাটি কাপাসিয়া গ্রামের মরহুম খাতিম উদ্দিন আকন্দের চতুর্থ ছেলে ছিলেন বলে জানা গেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com