২২ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ডিবিরোড সংলগ্ন সোনার পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
মাদক কারবারি কে আটক কালে সে সময় বিভিন্ন ফেসবুক আইডিতে লাইভের মাধ্যমে তা প্রচার করা হয়। কিন্তু পরক্ষণেই রহস্যজনকভাবে সেই মাদক কারবারি পালিয়ে যায়। এবং সাথে সাথেই ওইসব ফেসবুকের লাইভগুলো উধাও হয়ে যায়।
এ নিয়ে ওই এলাকার জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলাবলি করতেছে মোটা অংকের টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেয়া হয়।
আটককৃত জনগণের সাথে কথা বলে জানা যায় সবার চক্ষুরালে সে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি।
পরে তারা মাদকগুলো বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরাও ঘটনাস্থলে উপস্থিত হই কিন্তু সেখানে কোন আসামিকে পাওয়া যায়নি। মাদকগুলো জব্দ করে একটি মামলা রুজু করা হয়েছে।