প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ১:৩৩ পি.এম
সুন্দরগঞ্জে মাদকসহ জনতার হাতে আসামি আটক! রহস্যজনকভাবে সেই আসামি উধাও
স্টাফ রিপোর্টার:গাইবান্ধার সুন্দরগঞ্জে দেশি-বিদেশি মাদকসহ এক মাদককারবারিকে আটক করেছে জনতা। মাদক কারবারি নাম মোঃ মুকুল মিয়া।
২২ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ডিবিরোড সংলগ্ন সোনার পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
মাদক কারবারি কে আটক কালে সে সময় বিভিন্ন ফেসবুক আইডিতে লাইভের মাধ্যমে তা প্রচার করা হয়। কিন্তু পরক্ষণেই রহস্যজনকভাবে সেই মাদক কারবারি পালিয়ে যায়। এবং সাথে সাথেই ওইসব ফেসবুকের লাইভগুলো উধাও হয়ে যায়।
এ নিয়ে ওই এলাকার জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলাবলি করতেছে মোটা অংকের টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেয়া হয়।
আটককৃত জনগণের সাথে কথা বলে জানা যায় সবার চক্ষুরালে সে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি।
পরে তারা মাদকগুলো বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরাও ঘটনাস্থলে উপস্থিত হই কিন্তু সেখানে কোন আসামিকে পাওয়া যায়নি। মাদকগুলো জব্দ করে একটি মামলা রুজু করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com