স্টাফ রিপোর্টারঃ
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক উপজেলার ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত সমস্ত অনুদানে নীতি বর্হিভূতভাবে কোটা ও বিভিন্ন পার্সেন্ট হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ডিসেম্বর) দুপুরে মেম্বার এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উক্ত মেম্বার এসোসিয়েশনের সভাপতি আনারুল হক সরকার, সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন,সাংগঠনিক সম্পাদক রানু মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন, বিভিন্ন ইউপির সদস্য ও উক্ত এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ইউপি সদস্য,মশিউর রহমান,মাসুদ রানা,স্বপন কান্ত বর্মণ,ফরিদা পারভীন, নুরুজ্জামান মুন্সি,শামীম মিয়া,মোস্তফা মিয়া,তাহেরা বেগম প্রমুখ।
এসময় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র অসৌজন্য মূলক আচরণের প্রতি তীব্র নিন্দা জানিয়ে তাদের বিধি মোতাবেক বিভিন্ন বরাদ্দ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা পর্যায়ে প্রাপ্যতার ভিত্তিতে সুবিধা প্রদানের দাবি জানান।