জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাশিদুল কবির বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলায় সরিষা ৩ হাজার ৮'শ জন, গম ১হাজার ৪'শ ৫০জন, ভুট্টা ১হাজার ১'শ জন, সূর্যমুখীর ৭০জন, চিনা বাদাম ১'শ ৪০জন, পেয়াজ ৮০জন, মুগ ৪০জন, মসুর ৫০জন, সয়াবিন ৪০ জন সহ মোট ৬হাজার ৭'শ ৬০জন কৃষকে বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, মিজানুর রহমান মিজান,ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।