জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ,প্রতিনিয়ত এদেশে কৃষি জমির পরিমাণ কমছে সেইসাথে বৈষিক জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি শ্রমিকের সংকট শ্রমমূল্য বৃদ্ধি সব মিলিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।সেই চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশ সরকার ইতিমধ্যে কৃষি যান্ত্রিকরণের মধ্যে গুরুত্বরোপ করেছেন। রাইস ট্রান্সপ্লান্টার চারা রোপনের একটি যন্ত্র।রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সহায়তায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্মকর্তাগণ রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যমে কৃষকদের চাষাবাদ করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সরেজমিনে মাঠে গিয়ে কাজ করে যাচ্ছেন।জানা গেছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষ করে শ্রমিক সাশ্রয়ী ও কম সময়ে অধিক ফলনে লাভবান হবেন কৃষকেরা।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির বলেন, বর্তমানে শ্রমিক সঙ্কট এবং মজুরিও অনেক। যে কারণে উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও মাঠে গিয়ে কৃষকদের মেশিনের ব্যবহারে আগ্রহী করে তোলার ফলে কৃষকেরা চাষে সাশ্রয়ী হওয়ার জন্য ধান রোপণে মেশিন ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলার কৃষকদের মাঝে দিন দিন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। একইভাবে মেশিন দিয়ে ধান রোপনেও তারা আগ্রহী হচ্ছেন।