জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন। অতপর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের শহীদ মিনারগুলোতে পূষ্পমাল্য অর্পণ সহ জাতীয়,শোক ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে রাজনৈতিক দল, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন,ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
দিনটি উপলক্ষ্যে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বামনডাঙ্গা রেলওয়ে স্পোর্টিং ক্লাব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিনটির শুরুতেই সংগঠনটি দলীয় কার্যালয়ে জাতীয়,শোক ও সাংগঠনিক পতাকা উত্তোলন সহ র্যালী নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্প্যমাল্য অর্পণ নীরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করে।
এরপর বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রেলওয়ে স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম লিটন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মশিউর রাব্বানী আপেল।
ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুজনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,বামনাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবু,বিবর্তন নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহিন, বাংলাদেশ রেলওয়ে বামনডাঙ্গা সিনিয়র সাব এ্যাসিটেন্ট(ওয়ে) কর্মকর্তা মোঃ পলাশ মিয়া.শিশু উন্নয়ন সংস্থা শিউস এর পরিচালক সভাপতি ড.মোঃ শফিউল ইসলাম ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল আলম,স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি ও বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক স্বপন রাম রায়,যুগ্ম সাধারণত সম্পাদক জয়ন্ত সাহা যতন প্রমুখ।