জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নসহ পৌরসভায় অনুষ্ঠিত ১’শ ৩০টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব বিজয় দশমীতে শান্তিপূর্ণভাবে প্রতীমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
জানা যায়, বুধবার রাতে কোনরূপ বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এসব প্রতীমা বিসর্জন সম্পন্ন হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় তিথী হিসেবে এবারে ১’শ ৩৭টি মন্ডপে শারদীয় দুর্গোসৎব উনুষ্ঠিত হবার কথা থাকলেও পরবর্তীতে ১’শ ৩০ টিতে এ পূজা অনুষ্ঠিত হয়। ‘ধর্ম যার যার, উৎসব সবার-এ প্রতিপাদ্যের আলোকে এবারে এ উপজেলায় অনুষ্ঠিত পূজায় সকল ধর্মাবলম্বীদের স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে উঠেছিল। এ ব্যাপারে জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল কুমার দাস বর্তমান সরকার ও প্রশাসনের কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানিয়ে বলেন, এবারে সরকারীভাবে কঠোর নিরাপত্তা বলয়ে এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয়ে বিজয়া দশমীতে উৎসব মূখর পরিবেশে প্রতীমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, প্রথমত ১’শ ৩৭টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবার কথা ছিল। প্ররবর্তীতে ৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত না হওয়ায় এ সংখ্যা কমে ১’শ ৩০টিতে পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি পূজা মন্ডপে বরাদ্দ ছিল ৫’শ কেজি করে চাল। এরপর যে ৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি এর বিপরীতে বরাদ্দ চাল অপর ১’শ ৩০টি মন্ডপে বিভক্ত করে দেয়া হয়েছে।