জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি বোনারপাড়া স্টেশন থেকে পঞ্চগড় স্টেশন পযর্ন্ত চালু হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি হাসানগঞ্জে স্টপেজ ও হাসানগঞ্জ স্টেশনকে একটি মডেল স্টেশনে রূপান্তরিত করার প্রত্যয়ে হাসানগঞ্জবাসীর কাতারে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন ২৯গাইবান্ধা-১আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিষ্টার শামীম হয়দার পাটোয়ারী।
শুক্রবার(১ সেপ্টেম্বর )রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে হাসানগঞ্জ রেল চত্বরে হাসানগঞ্জ স্টেশন উন্নয়ন কমিটি ও হাসানগঞ্জবাসীর আয়োজনে মতবিনিময় আলোচনা সভায় এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমাদের উপজেলায় একই ইউনিয়নে দুটি স্টেশন যেটা আর কোথাও নেই।বামনডাঙ্গা রেল স্টেশনের পাশাপাশি হাসানগঞ্জ রেলস্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। সম্প্রতি চালু হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটির পাশাপাশি অন্যান্য এন্টারসিটি ট্রেনগুলোও যাতে এস্টেশনে স্টপেজ দেয় সেজন্য আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ইতিমধ্যে আমি স্টেশনের উন্নয়নের জন্য যাত্রী ছাউনি (সেডের) ব্যবস্থা করে দিয়েছি।এই স্টেশনকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। ভবিষ্যতে এই স্টেশনকে একটি মডেল স্টেশনে রূপান্তরিত করতে চাই।আপনারা আমার পাশে থাকবেন।
মতবিনিময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-জাতীয় পার্টির উপজেলা সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা,বামনডাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা, আওয়ামীলীগ নেতা খালেক গাপলাদার, জাবেদ আলী, জাকির হোসেন, মিজানুর রহমান মিজান, নাজিমউদ্দিন প্রমুখ।
এসময় হাসানগঞ্জবাসীর বিভিন্ন পেশার লোকজন উপস্থিত থেকে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নের এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রশংসা করেন।সেইসাথে হাসানগঞ্জের উন্নয়নের বিভিন্ন দাবিদফা তুলে ধরেন।