জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আব্দুল মজিদ মন্ডল বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিস-প্লে প্রদর্শন এবং বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।এর আগে সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুভ সূচনা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
কুজকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,রোভার স্কাউট ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯-গাইবান্ধা-১আসনের সাংসদ সদস্য এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সহসভাপতি সৈয়দা খুরশীদ জানান স্মৃতি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রহমান,থানা অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুধিজনরা।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরণ করেন অতিথিগণ।