ফরহাদুল ইসলাম,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজ থেকে একটি মটরসাইকেল হারানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় অভিযোগকারী ল্যাব ত্র্যাটেন্ডেন্ট (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) মোঃ জিয়াউর রহমান গত ১৫/১১/২০২৩ ইং তারিখে ডিউটির পালনের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স গ্যারেজে তার ব্যবহৃত লাল রংয়ের DAYANG 100cc
(যাহার ইঞ্জিন নং JBZWHE80184 চেচিস নম্বর MD2A14AY8HWE86284) মটরসাইকেলটি রেখে ডিউটির জন্য যায়।
ডিউটি শেষ করে এসে সে তার গাড়িটিকে গ্যারেজে দেখতে পায়না। তারপর গ্যারেজ মালিক মমিনুল মিয়াকে বললে মনিনুল কোন কিছু বলতে পারে না।
তারপর অভিযোগকারী জিয়াউর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ডাঃ সায়্যিদ মুহাম্মদ আমরূল্লাহ কে বিষয়টি অবগত করলে তিনি সরেজমিনে তদন্ত পূর্বক থানায় মামলা করার পরামর্শ দেন।
সে অনুযায়ী জিয়াউর রহমান সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের ১৭ দিন পার হলেও এর কোন সুরাহা মিলেনি।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছে তদন্ত চলছে। আশা করা যায় খুর দ্রুত গাড়ি সহ অপরাধীকে ধর পারবো।