সুন্দরবনের করমজলে গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ১৭১তম সাহিত্য সম্মেলন২০২২ এ সেরা-১০ সম্মাননা পেলেন দৈনিক খুলনা পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি কবি আসাদুজ্জামান আসাদ।
আসাদুজ্জামান আসাদ গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ফকিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
শনিবার ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে দেশ বিদেশের মোট ২১৫ জন কবি সাহিত্যিকের মিলন মেলা ঘটে। এদিন সকাল নয়টা বাজতেই মংলা ফেরীঘাটে এসে সাহিত্য সম্মেলনকে সামনে রেখে মংলা সাইলো ও করমজল পৌঁছাতে জড়ো হতে থাকেন কবি সাহিত্যিকরা।
সকাল দশটায় হোটেল আরাফায় সাহিত্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইডেন হতে আগত কবি সালেম সুলেরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কো-চেয়ারম্যান কবি মেজর পলক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত হতে আগত কবি বরুণ চক্রবর্তী। করমজলে সাহিত্য সম্মেলনে পশ্চিমবঙ্গ গাঙচিল সভাপতি কবি পুলক রায় , কবি চৈতালি দাস মজুমদার , কবি সুজাতা দাস , আন্তর্জাতিক সমন্বয়ক সোবাহান আমিন , বাগেরহাট জেলা সভাপতি সৈয়দ শওকত হোসেন , মোংলা উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আসমা আক্তার কাজল, ফকিরহাট গাঙচিল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ দুই শতাধিক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।
সাহিত্য সম্মেলনের সার্বিক তত্বাবধানে ছিলেন কবি গাঙচিল প্রতিষ্ঠাতা সভাপতি ও মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ খান আকতার হোসেন । দিনব্যাপী ভ্রমণ আড্ডা গান কবিতা আবৃত্তিতে মুখরিত আনন্দঘন অনুষ্ঠানে মোট দশজনকে ক্রেস্ট -সম্মাননা প্রদান করা হয়।
গাঙচিল মংলা শাখার আয়োজনে এ সম্মেলনে
গাঙচিলের সেরা দশ কবির হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও গাঙচিলের প্রতিষ্ঠাতা সভাপতি খান আকতার হোসেন। 'একাত্তরের রাত' কবিতায় কবি, দৈনিক খুলনা পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সেরা দশ ক্রেষ্ট ও সম্মাননা প্রাপ্ত হন। কবি আসাদুজ্জামান আসাদ এর প্রকাশিত কবিতা গুলির মাঝে "একাত্তরের রাত ছাড়াও শুভ জন্মদিন, আমার ভাষা বাংলা, তবুও পতাকা তুলি, ভালবাসা মানে" কবিতাগুলি বিশেষ উল্লেখযোগ্য।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।